নোঙ্গর ছেড়া
1982
৯ মার্চ ১৮৬০ সাল, রাত ১১ টা। উত্তাল মহাসমুদ্রে চলছে ঝড়ের তান্ডবলীলা। একে ঝড়ের রাত, তার ওপর বৃষ্টি, উপরন্তু ঘন কুয়াশা। এমন ঘুটঘুটে অন্ধকার, যেন ধরা যায়। ঝড়ের ঝাপটার সাথে কড়ু কড়াৎ বিদ্যুৎ না চমকালে এই নিকষ ঘন অন্ধকারকে কোন দেয়াল বলেই মনে হত। এই রকম আলো আঁধারের মাঝেই পাহাড় সমান উঁচু ঢেউ, বিশালাকার ডায়নোসরের মত গর্জে উঠে আছড়ে পড়ছে একে অন্যের উপর। ছড়িয়ে পড়ছে শ্বেত-শুভ্র ফেনিল আবরনে।