ডিসেপশন পয়েন্ট
2006
কাহিনীর শুরুতেই খুন হলেন এক বিখ্যাত ব্যক্তি। অন্যদিকে মিলিয়ন বছর আগের এক উল্কা পিন্ড। বরফে মোড়া এক জায়গাতে খুঁজে পাওয়া গেছে সেই উল্কা পিন্ডটি।
সেই উল্কাপিন্ডের আবিষ্কার যেখানে চরম উত্তেজনার সৃষ্টি করে, সেখানে যদি উল্কা পিন্ডের সাথে পাওয়া যায় কোন প্রাণীর ফসিল।
তবে ব্যপার টা কেমন দাঁড়াবে?
অন্যদিকে সেজউইক সেক্সটন আর তার কন্যা র্যাচেল সেক্সটন !
এই দুই জন এর মধ্যে চলছে এক ঠাণ্ডা লড়াই। একদিকে বাবা প্রেসিডেন্টের পদের জন্য দৌড়াচ্ছেন। অন্যদিকে কন্যা কাজ করছে বর্তমান প্রেসিডেন্ট আর ভবিষ্যৎ প্রেসিডেন্ট পদপ্রার্থী জ্যাক হার্ণির জন্য।
ভোটে জেতার জন্য কত হাজার রকমের ষড়যন্ত্রের বেড়াজালে জড়িয়ে পড়ছে সবাই।
এদিকে পিতার ভাষ্যমতে নাসা কেবল মাত্র অর্থ অপচয়ের একটা কৌশল। র্যাচেল এর মূল কর্মক্ষেত্র এন আর ও। সেই সংস্থার কাজ কি?
সেই সংস্থার প্রধান একদিন র্যাচেল কে ডেকে পাঠায়, হার্ণির হয়ে। এর পর হার্ণি তাকে পাঠায় এক খুব গোপন, খুব গোপন মিশনে। তার পর? এরপরে কিছু দুর্ঘটনা, কিছু অবিশ্বস্ততা সমস্ত গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়।
একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে।
একদিকে নির্বাচন, অন্যদিকে ঘটতে যাচ্ছে অনেক বড় রকম এক আবিষ্কারের ঘটনা, প্রাচীন এক প্রাণীর ফসিল। কোন প্রাণী? কত বছর আগের সে ফসিল? সে কি মানুষ না ডাইনোসর নাকি অন্য কোন দানবীয় জীব যা আমাদের অজানা?