দৌজ্ ইন পেরাল্
2014
মেজর হেক্টর ক্রস এসএএস এর একজন সাবেক পরিচালক এবং ক্রসবো সিকিউরিটিস এর একজন কর্মকর্তা। তার এ সংস্থাটি বেনক অয়েল করপোরেশন এর নিরাপত্তা দানকারী সংস্হা হিসেবে চুক্তিবদ্ধ। জলদস্যুরা বেনক অয়েল করপোরেশন এর প্রধান এর মেয়ে কায়লাকে অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করে। এবং তারা সকল ক্ষমতা কুক্ষিগত করার কারণে রাজনৈতিক এবং কূটনৈতিক অবস্হা জটিল আকার ধারণ করে। এদিকে কায়লাসহ তার নৌযানের নাবিকদের উপর রোমহর্ষক নির্যাতনের প্রমান মেজর হেক্টর এর নজরে আসে এবং তিনি কায়লাকে উদ্ধারে প্রতিজ্ঞাবদ্ধ হন। প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নেবার সিদ্ধান্ত নেন তারা। শুরু হয় মরণপণ লড়াই। কিন্তু সবশেষে তাও শিথিল হয়ে আসে উদ্ধার পরিকল্পনা। মেজর ক্রস কি পারবে কায়লাকে উদ্ধার করতে?