বাড়তি নাম: | Monojder Adbhut Bari |
সিরিজ: | কিশোর কাহিনী সিরিজ |
প্রকাশক: | আনন্দ পাবলিশার্স |
বিষয়: | শিশু-কিশোর, রহস্য |
লেখক: | শীর্ষেন্দু মুখোপাধ্যায় |
পৃষ্ঠাসমূহ: | 156 |
আইএসবিএন: | 9788170668367 |
ভাষা: | বাংলা |
ধরণ: | পিডিএফ |
মনোজদের বাড়ি খুবই অদ্ভূত। আসলে বাড়ি অদ্ভূত না মানুষগুলা অদ্ভূত। মনোজদের বাড়িতে অনেক মানুষ। বাড়ির চাকর কিরমিরিয়া, রামু, মাস্টারমশাই দুঃখহরণবাবু, গানের মাস্টার গণেশ ঘোষাল, পুরুতঠাকুর সতীশ ভরদ্বাজ, ঠাকুরমা, মনোজের বাবা রাখহরিবাবু, বুড়ি পিসি আদ্যশক্তি দেব্যা, দুই কাকা আর ছোট দুই ভাই-বোন।
আরো একজন আছে মনোজদের বাড়িতে। একটা ছবি। মনোজদের ফটো এলবামে একটা ছোট্ট ছেলের ছবি আছে। ফুটফুুটে একটা ছেলে বাড়ির বারান্দায় বসে আছে, পিছনে একটা বড় গ্লাসে দুধ ভরা। বাচ্চাটার ছবি তুলার ফাকেঁ কখন এসে বিড়াল দুধ খেতে শুরু করেছে টের পায় নি। কিন্তু এই ছবিটা যে কার বাড়ির কেউ জানে না। বাবা, মা, ঠাকুরমা, ঠাকুরঝি কেউ না। না চিনুক। মনোজের খুব ভালো লাগে ছবির ছেলেটাকে ছেলেটা ওর বন্ধুর মতো। সব কথা ওকে বলে, খুব আপন মনে হয় ছবির ছেলেটাকে।
ঠাকুরঝি আদ্যশক্তি দেব্যা অল্প বয়সে বিধবা হয়েছেন। এরপর থেকে এ বাড়িতেই তার বসবাস। শাস্ত্রের নিয়ম খুব মেনে চলেন। সকাল-সন্ধ্যা নিয়ম করে গোবর জল ছিটান। রাখহরিবাবুকে বাড়ির সবাই ভয় পায় আর তিনি ভয় পান ঠাকুরঝিকে। তবে ঠাকুরঝির একটা সমস্যা আছে। দিনে সাতবার আছাড় খান। লোকে বলে, এটা তার নেশা। শুকনো খটখটে রাস্তায়ও তিনি আছাড় খান। মনোজের মেঝো কাকা ভজহরি বাবু। লোকে তাকে বাজাড়ু বলে ডাকে। তার মতো কেউ বাজার করতে পারে না। আর ছোট কাকা বিজ্ঞানী হারাধন বাবু।বাড়িতেই তার বিশাল বিজ্ঞানাগার।
কোন এক কারণে ও পাড়ার গোয়েন্দা বরদাচরণকে ছোটকা দেখতে পারে না। আর কোন এক কারনেই বরদাচরণ এসেছেন মনোজদের বাড়িতে। আর তারপর থেকেই শুরু গল্প!