ছোটদের গল্প
2010
হাওয়ায় ভাসতে ভাসতে ওটা কী পড়ল রাস্তায় এই মাত্তর। আকাশে উড়ে যাচ্ছিল এক নীল পাখি৷ তারই ডানা থেকে খসে পড়া একটি নীল পালক৷ রাস্তায় এমন কত কী পড়ছে। পাখির পালক, গাছের শুকনো পাতা, বাতিল কাগজের ফুল-আরও কত কী! কাগজের ফুলের ভারি দেমাক। সে তো ঘর সাজানোর ফুল। গাছের রঙিন ফুল সময়ে ঝরে যায়, কিন্তু সেতো ঝরে পড়ে না, সবসময় ঝলমল করতে থাকে। তার আশা, কেউ তাকে কুড়িয়ে নিয়ে ফের ঘর সাজাবে। তাই সে কাউকে পাত্তা দেয় না। সত্যি একদিন এক টাট্টু ঘোড়া এল টগবগিয়ে, তার সওয়ার নেমে এসে ঘোড়ার রঙিন তাজ সাজাবার জন্যে তুলে নিল কাগজের ফুলটি, তারপরে ধুলো মাখা নোংরা সেই ফুল দূরে ছুঁড়ে ফেলল, আর তুলে নিল পাশের নীল পালকটি। ঘাড় ঘুরিয়ে দেখল, আহা, এটি তাজের মাঝে রাখলে দারুণ মানাবে৷ ঘোড়া চলে গেল টগবগ টগবগ টগবগ করে ফ্যালফেলিয়ে পড়ে রইল কাগজের ফুল। শৈলেন ঘোষের সব গল্পই রূপকথার মায়াবী ভাষায় লেখা। তা থেকে সেরা গল্পগুলি বেছে নিয়েই তাঁর ছোটোদের গল্প। ছোটোদের হাতে আমাদের প্রিয় উপহার।