অভয় সরকার নামের এক নাদুস নুদুস ব্যক্তিকে ঘিরে এই গল্প। যে পানু মল্লিকের ভয়ে চক্রপুরে গা ঢাকা দিতে আসে কিন্তু এখানে এসেও তার নিস্তার নাই। নানান বিপদ তাকে তাড়িয়ে বেড়ায়, যাকে বলে বিপদের ওপর বিপদ। শেষপর্যন্ত এক ব্রহ্ম্যদত্যি তাকে বাঁচার উপায় বের করে দেয়। শেষ পর্যন্ত কি হয়েছিলো অভয় সরকারের?