নামের মধ্যেই এর গল্প নিহিত রয়েছে। অদ্ভুতুড়ে সিরিজ মানেই একটু অন্যরকম কিছু। এই বইটিও তার ব্যতিক্রম নয়। গল্প যতটা ডালপালা বিস্তার করেছে কাহিনি ততটা ঘোরালো হতে শুরু করেছে।
শেষে চশমার যে কেরামতি দেখলাম সেটা আমি আশা করিনি।
উপভোগ্য গল্প এবং অদ্ভুতুড়ে সিরিজের ট্রেডমার্ক রহস্য সব মিলিয়ে এক অদ্ভুতুড়ে ভাললাগা কাজ করছিল বইটি পড়ার সময়।