বক্সার রতন
1984
পশ্চিম বাংলার উদীয়মান বক্সার রতন। রিংয়ে তাকে হারানো খুব মুশকিল। যেনো বাংলার মহম্মদ আলি!!!
রতনের তিন কুলে বাবা আর এক পিসি ছাড়া কেউ নেই।রতনের বাবা একসময় খুব নামকরা বিজ্ঞানী ছিলেন। কিন্তু বাবা পাগল হওয়ার পর সবকিছু ওলটপালট হয়ে গেছে।
সংসারের হাল তাই রতনকেই ধরতে হয়।বেচারা তাই মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও খুব বেশি পড়াশোনা করতে পারে নি।
বক্সিং করে বেশ ভালোই চলছিলো তার জীবনকাল। কিন্তু এর মধ্যে তার সাথে দেখা হয় জন আর রোলোর।তারা তৃতীয় বিশ্বের প্রতিনিধি। গরিব দেশগুলোর উন্নয়নই তাদের একমাত্র ব্রত। এই জন আর রোলো রতনকে বলে তার বাবার সেরা গবেষণার কথা।
হিট এমপ্লিফিকেশন!যা তাপ বিবর্ধন করতে সক্ষম। এই হিট এমপ্লিফিকেশন তৃতীয় বিশ্বের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে।
কিন্তু এই আবিষ্কার কবজা করার জন্য ঘুরছে ধনী রাষ্ট্রগুলো।
কিন্তু সমস্যা হলো রতনের বাবা পাগল হওয়ার পর পূর্বের কিছুই মনে করতে পারছেন না।তাই সেই গবেষণার কাগজ পত্র আর পাওয়া যায়নি।
কিন্তু রতন পরে নিজ বুদ্ধিতে এই কাগজপত্র তাদের বাগান থেকে উদ্ধার করে।কিন্তু তার আগেই তার বাবাকে ধরে নিয়ে যায় ধনী রাষ্ট্র গুলোর প্রতিনিধি হিংস্র "ডগলাস"।
এই ডগলাস গবেষণার কাগজ পত্র না পেলে তার বাবাকে ছাড়বে না।এমনকি খুনও করতে পারে!
রতন এখন কি করবে?বক্সিং যুদ্ধে রতন অদম্য হলেও এই লড়াইয়ের প্রতিপক্ষ যে অনেক শক্তিশালী। সে কি উদ্ধার করতে পারবে তার বাবাকে?