কালীগুণীন ও ছয় রহস্য
2019
যখন অপশক্তির হাতে জীবনীশক্তি পরাস্ত হতে আরম্ভ করে, অপদেবতার হিংস্র থাবা গ্রাস করতে থাকে একের পর এক গ্রাম, তালুক, শহর। অপারগ মানুষ অসহায়ভাবে অপেক্ষা করতে থাকে মৃত্যুর। ঠিক তখনই, কোন না কোন উপায়ে সেখানে আবির্ভূত হন পিশাচের যম, অপশক্তির সাক্ষাৎ শমন, এক ব্রাহ্মণ। নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দীঘড়া।
মোট ছয়টি গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। সাক্ষাৎ পিশাচ থেকে শুরু করে বিদেহী আত্মা সবকিছুর দেখা পাওয়া যাবে এখানে। এছাড়াও আছে কানাওলা থেকে শুরু করে ভয়ংকর পিশাচ আপাই।
আর আছে দীর্ঘকায় প্রাঢ় ছয়ফুট লম্বা, গল্পের হিরো, সৌম্যদর্শন কালীপদ মুখুজ্জে। গল্পের পিশাচ যখন একের পর এক নরহত্যা চালিয়ে গ্রাম উজার করে ফেলে তখন দেবতার ন্যায় আবির্ভাব ঘটে তার। শুধুমাত্র তন্ত্রবলে নয়, বরং নিজের উপস্থিত বুদ্ধিমত্তা এবং রিফ্লেক্স ব্যবহার করে পিশাচদের ধরাশায়ী করেন তিনি। ছয়টি গল্পের মজাটা ঠিক এখানেই। আপনি যেমন পিশাচদের ভয়ানক হত্যাযজ্ঞের বর্ণনায় গল্পের সাথে মিশে যাবেন ঠিক তখনই উপস্থিত হবেন কালীগুণীন।
সব মিলিয়ে এই ছয়টি গল্প আপনাকে আমোদিত করবে নিঃসন্দেহে।
অ্যাডমিন
18 Oct, 2020
'কালিগুণীন ও ছয় রহস্য' নিঃসন্দেহে আমার পড়া সেরা বইগুলোর একটা। প্রতিটা গল্প আপনাকে মুগ্ধ করবে। বিশেষ করে শেষ গল্পটা দূর্দান্ত। এই বইয়ে যেমন আছে পিশাচের ভয়ঙ্কর হত্যালীলা, তেমনি আছে এক চৌকস গুণীনের উপস্থিত বুদ্ধি এবং তন্ত্রসাধনার অসাধারণ বিদ্যে। সব মিলিয়ে এই বইটা অত্যন্ত উপভোগ্য। কালীগুণীনকে নিয়ে পরের বইয়ের অপেক্ষায় থাকবো।