বনের খবর
1920
বনের খবর প্রায় একশ’ বছর আগে প্রকাশিত। প্রমদারঞ্জন রায় এর রচয়িতা। পেশায় ভারতের ব্রিটিশ যুগের সার্ভেয়ার। ১৮৯৯ থেকে ১৯২০ সালে পূর্ববঙ্গ, আসাম, দেরাদুন, বেলুচিস্তান, বার্মার শান স্টেট ও কেং টুং রাজ্যের দুর্গম অঞ্চলে জরিপের কাজ করতেন। সেই সূত্রে বাঘ, ভাল্লুক, হাতি, গণ্ডার, সাপ ও বুনো মোষের এমনকি নরখাদক নাত্ আদিবাসী মানুষের বিচিত্র অভিজ্ঞতা এঁকেছেন।