কৃষ্ণদ্বীপের রহস্য
1992
কৃষ্ণদ্বীপের রহস্য জনপ্রিয় দুঃসাহসী টিনটিন সিরিজের কার্টুন কমিকস বই। এই কল্পকাহিনীর কেন্দ্রীয় চরিত্র ক্ষুদে সাংবাদিক টিনটিন ও তার বিশ্বস্ত কুকুর কুট্টুস। এখানে দেখা যায় কিছু দুষ্কৃতকারী লোক চক্ষুর আড়ালে জালিয়াত টাকার কারবার করে। টিনটিন এ কারবারিদের আটক ও এ অন্যায় রোধ কারার লক্ষ্যে অভিযান চালায়। এখানে একটি রহস্যজনক কৃষ্ণদ্বীপের কাহিনি উল্লেখযোগ্য। সেখানকার অধিবাসীরা এ দ্বীপকে প্রচুর ভয় পায়। তাদের মতে যে এ দ্বীপে যায় সে আর কখনো ফিরে আসে না। এদের এই ভীতির সদ্ব্যবহার করে দুষ্কৃতকারীরা। তারা সেখানে জালিয়াত টাকার মূল খুঁটি হিসেবে গড়ে তোলে। টিনটিন কি পারবে তাদেরকে আটক করতে?