তিব্বতে টিনটিন
1988
টিনটিনের বন্ধু চ্যাং টিনটিনের সাথে সাক্ষাতের জন্য হংকং থেকে লন্ডনে রওয়ানা দেয়। টিনটিন সিরিজের পাঠকদের মনে প্রশ্ন আসবে চ্যাং আবার কখন টিনটিনের ঘনিষ্ঠ বন্ধু হয়? এর জবাব আছে "নীলকমল" এ। আসার পথে চ্যাং এর প্লেন অ্যাকসিডেন্ট করে। পত্রিকায় খবর আসে ঐ প্লেনের কেউ বেচে নেই। এ খবর শুনে টিনটিন অত্যন্ত ভেঙ্গে পড়ে। তাকে ক্যাপ্টেন হ্যাডাক ও প্রফেসর ক্যালকুলাস শান্তনা দেয়। হঠাৎ টিনটিন বলে উঠে কেউ না বাচলেও চ্যাং বেঁচে আছে। তাই সে ক্যাপ্টেন হ্যাডাক ও কুট্টুসকে নিয়ে নেপালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ক্যাপ্টেন হ্যাডাক অবশ্য যেতে চাই নি কিন্তু টিনটিনকে একাও ছাড়তে সে নারাজ। টিনটিনের ধারণা কি সত্য? চ্যাং কি আদৌও বেঁচে আছে? বেঁচে থাকলে কোথায় থাকবে?