দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার
1986
দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার দুই মেরুর দুজন কিশোরের কাহিনী। একজন টম ক্যানটি। অন্যজনর এডওয়ার্ড টুডর। একই রকম চেহারা নিয়ে একই সময়ে তারা পৃথিবীতে আসে। টম ক্যানটি জন্ম নেয় বস্তির একিট পরিবারে। তার বাবা একজন ভিখিরি এবং চোর। টম ক্যানটি প্রতিদিনের সঙ্গি হচ্ছে অভাব-অনটন ঝগড়া, আর উপরি পাওনা ছিল বাবার পিটুনি। মা এবং বোনদেরও তার মত,বাবা ও দাদির হীনদৃষ্টির শিকার হত। টমকে জোড় করে পাঠানো হত ভিক্ষে করতে। এডওয়ার্ড টুডর জন্ম নেয় ব্রিটিশ রাজপরিবারে, রাজা অষ্টম হেনরির ঘরে। রাজপরিবারের সদস্যদের থাকতে হত কঠিন নিয়ম শৃঙ্খলার মধ্যে। নিয়মের বাইরে যাওয়ার কোন উপায় নেই। দুটি কিশোরের না পাওয়ার কষ্ট এবং তাদের স্বপ্নগুলো মার্ক টোয়েন তার চিরাচরিত লেখনির মাধ্যমে প্রকাশ করেছেন। মানষের কিছু সৎ গুনাবলি যেমন সততা, চেষ্ট, একে অপরর প্রতি দায়বদ্ধতা খুব সুন্দর ভাবে ব্যবহার করেছেন। দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার বইটি পড়লে ষোড়শ শতাব্দীর মানে তখনকার সময় ব্রিটেনে দরিদ্র মানুষের জীবনমান কেমন ছিল, তখনকার সময় রাজপরিবারের জীবন চক্র ও প্রজাদের সাথে তাদের আচরন কেমন ছিল সহজেই বুঝা যায়। মার্ক টোয়েন তার লেখার মাধ্যমে তা সহজ করে দিয়েছেন।