মিসির আলির চশমা
2008
মিসির আলি হঠাৎ চোখের সমস্যা তে পড়ে ডাক্তার দেখাতে গেলেন, কিন্তু সেখানে চিকিৎসা করানোর সময় ডাক্তারের হঠাৎ ফোন আসে। তাকে ঝগড়া অবস্থায় দেখে মিসির আলী ধারনা করে ফেলেন, ফোন দিয়েছে ডাক্তারের স্ত্রী এবং তাদের বিবাহ বার্ষিকী। এই কথা ডাক্তার মিসির আলীর মুখ থেকে শোনার পরে বুঝতে পারেন তার রোগী সেই বিখ্যাত বুদ্ধিমান লোক। এরপর ডাক্তার তার স্ত্রী ও মায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং খুব গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলেন। কি ছিলো সমস্যা? আর মিসির আলী সমাধান করতে পেরেছিলো?