ফ্রেঞ্চ আল্পসের জমাট বাধা বরফ থেকে পাওয়া গেল একটা লাশ। লাশের কাছে একটা পুরাতন প্লেন। ব্যাপারটা ধামাচাপা দেবার জন্য উঠে পড়ে লেগেছে এক অদৃশ্য শক্তি। একের পর এক বিজ্ঞানীরা প্রাণ হারাচ্ছে রহস্যময় ভাবে। সাগরের নিচ থেকে হাইজ্যাক হয়ে গেল একটা সারমেরিন। পুরো ব্যাপারটার সাথে জড়িয়ে পড়ল কার্টি অস্টিন ও জোভালা। একের পর এক উদঘাটন ঘটতে লাগল রহস্যের।