দাউদ কররানি, সুলেমান কররানির সেনাপতি কুখ্যাত কালাপাহাড়কে নিয়ে এই উপন্যাস। হিন্দু থেকে মুসলমান হওয়া কালাপাহাড় ধ্বংসের প্রতীক বলে গণ্য। বিশেষত, মন্দির ধ্বংসের জন্য কালাপাহাড়ের নামডাক ছিল (অবশ্যই নেতিবাচক অর্থে)। একটি ঐতিহাসিক চরিত্রকে ঘিরে এই কাহিনি।