হারানো কাকাতুয়া
1987
গ্রামে ফিরে এসেছে গবা পাগলা। কেউ তাকে বিজ্ঞানী ভাবে, কেউ ভাবে চুর, কেউ ভাবে ঠাকুর দেবতা, পুলিশ ভাবে স্পাই। গবা পাগলা কিছুদিন পর পর নিরুদ্দেশ হয়ে যায়। আর ফিরে এলে কোন না কোন কান্ড ঘটে। এবার কি কান্ড ঘটে সেটাই দেখার অপেক্ষা।
গ্রামে সার্কাসে নতুন এক খেলোয়াড় এসেছে। এমন চমৎকার আর খেলা কেউ দেখেনি। তবে এই খেলার সাথে একজন খেলোয়াড়ের খেলার বেশ মিল আছে। কিন্তু সেই খেলোয়াড়ের তো আজ ফাসি হয়ে গেছে। তাহলে এই খেলোয়াড়টি কে!
উদ্ধববাবু ছোট ছেলে রামু একটু অন্যরকম। কারো কোন কথা শুনে না। লেখাপড়ায় ও ভালো না। তবে দুষ্টুমি তে সবার সেরা। তার শরিরে কে যেন কাতুকুতু দেয়। যতক্ষণ দুষ্টুমি না করবে ততক্ষণ পর্যন্ত কাতুকুতু চলতে থাকবে।