সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর সাথে দেখা হয়ে গেল ভুতান্বেষী বরদা-র। সাধারণতঃ একই লেখকের দু'মেরুর দুই চরিত্রের সাক্ষাত হলে লেখকের মনে গভীরেই একটা কামনা জাগে দু'জনাকেই সমানে-সমান দেখাতে। তবে এই গল্পটাকে ব্যোমকেশের গল্পই বলতে হবে।
ভুত আছে কিনা জানি না, তবে ব্যোমকেশ কিছুতেই মানেন না।