একশৃঙ্গ অভিযান
2000
প্রোফেসর শঙ্কুকে বোধহয় সবারই জানা। অতিব জ্ঞানী এবং অ্যাডভেন্চার প্রিয় একজন মানুষ। মূলত তিনি একদিন একটি ডায়েরী পান। যেখানে এক ব্যাক্তি এমন কিছু জায়গা ভ্রমন করেছেন, এমন কিছু কাজ করেছেন, যা মানুষের রূপকথার রাজ্যের। মোটেও ভাববেন না যে গল্পটা রূপকথা। তার কাজের মধ্য ছিলো ইউনিকর্ন দেখা, রক পাখি তাছাড়া জুতা পায়ে উড়ে বেড়ানো। যা তিনি তার ডায়েরীতে টুকে রেখেছিলেন। বরফ উপত্যকায় প্রফেসর তারই পদচিহ্ন অনুসরন করেন। কিন্তু সেটা ছিলো হিমালয়ের বিরল এক জায়গা। যেখানে আগে কোনদিন মানুষ পা রেখেছে বলে জানা যায় না।প্রফেসর কি সেই জায়গায় পৌছতে পারবে?