বাড়তি নাম: | Alatchakra |
প্রকাশক: | মিত্র ও ঘোষ পাবলিশার্স |
বিষয়: | ভৌতিক ও অতিপ্রাকৃত, উপন্যাস |
লেখক: | তারাদাস বন্দ্যোপাধ্যায় |
পৃষ্ঠাসমূহ: | 247 |
আইএসবিএন: | 9788172937775 |
ভাষা: | বাংলা |
ধরণ: | পিডিএফ |
আদিনাথ চক্রবর্তী এক সন্ধ্যায় জমজমাট আড্ডায় বসেছেন। বিষয় অতিপ্রাকৃত ঘটনা, যার বেশিরভাগই বিশ্বাসযোগ্য নয়। তখন আদিনাথ বলতে শুরু করলেন তার জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত কাহিনী। তিনি তখন অনেক ছোট। গ্রামের এক বিশাল যৌথ পরিবারে তার জন্ম। বাড়িতে বাবা মা, ভাই-বোন, জ্যাঠা, কাকু, ঠাকুমা নিয়ে এলাহি কারবার। এমনই এক পরিবারে হঠাৎ আগমন ঘটল অমরনাথ নামক অদ্ভুত এক মানুষের। প্রথম প্রথম আদিনাথ চক্রবর্তীর বাবা,কাকা রা তার উপর বিরক্ত হলেও, সেই মানুষটি আবিষ্কার করে ফেলল বহু বহু বছর আগে হারিয়ে যাওয়া তাদের পূর্বপুরুষের বিষ্ণু মূর্তিকে। এটাও বললেন, এই পরিবারেই জন্ম নিবে এক সিদ্ধিপুরুষ। তার জন্মের সময় আকাশে নীলাভ উল্কাপাত ঘটবে। সেই অমরনাথ বলে দিলেন আদিনাথের ঠাকুরমার মৃত্যুদিনও। বাবা-কাকারা বুঝলেন, এই কোন সাধারণ মানুষ নয়। তাকে বারবার অনুরোধ করলেন, কয়েকটা দিন সাথে থাকার। কিন্তু অমর শুনলেন না। তারপর যেভাবে এসেছিলেন, ঠিক সেভাবেই চলে গেলেন। কোথাও তার খোঁজ পাওয়া গেল না।
এই ঘটনার ঠিক কয়েকমাস পর যেদিন অমরনাথ আদিনাথের ঠাকুরমার মৃত্যুর কথা বলেছিল, ঠিক সেদিনই ঠাকুমার মৃত্যু ঘটে। ঘটনাটি অনেকেই কাকতালীয় বলে ধরে নেন। আদিনাথের এই বাস্তব অভিজ্ঞতার ঘটনা এই আড্ডার আসরেও সকলে নেহাৎ আশ্চর্যজনক কিছু নয় বলেই উড়িয়ে দেয়। আসর ভেঙে যাচ্ছিল প্রায়। ঠিক তখনই আদিনাথ সকল কে থামতে বলে। এই কথাও বলে তার কথা শেষ হয়নি। সকলে আবার গল্প শোনার আশায় তৈরি হয়।
আদিনাথ বলে, তার বহু বছর পর, তখন এই ঘটনা সে ভুলেই গেছে। তার তৃতীয় ছেলের জন্মের ক্ষণ উপস্থিত। হঠাৎ সে সময় দাইয়ের চিৎকারে সবাই উঠানে এসে দাঁড়ালো। দেখল, একটা নীল উল্কা ছুটে যাচ্ছে আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ঠিক তার পর মুহুর্তের জন্ম হলো আদিনাথের পুত্র তারানাথের। যার নাম তারানাথ চক্রবর্তী। সকলের মাঝে যে তারানাথ তান্ত্রিক নামে পরিচিত। সভাস্থলে সকলে নিস্তব্ধ হয়ে গেল। এই সভার প্রত্যেকেই জানে আদিনাথের তৃতীয় পুত্র তারানাথ আট-দশ বছর আগেই সংসার ছেড়ে নিরুদ্দেশ। সন্ন্যাসী সে। সংসার থেকেও তার টান নেই সংসারের প্রতি। সিদ্ধিপুরুষই বটে! কিন্তু সেই অমরনাথ কে, যে বহুযুগ আগেই তার জন্মের ভবিষ্যৎবাণী করেছিল? কোথা থেকে সে এল,আর কোথায় বা গেল? কি তার পরিচয়?