ঝালাপালা
শুরু শেষ পর্যন্ত যে নাটকীয়তা বই না পড়ে বোঝার উপায় নেই। যারা হাসতে খুব পছন্দ করেন তাদের জন্য এই বইটি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু যায়গা নেই যেখানে বইটি আমাকে হাসায় নি। হেসেছি প্রান খুলে। শত পাগলের মধ্যে থেকেও যে কিভাবে কার্য উদ্ধার করা যায় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে বইটিতে। বিঃদ্রঃ হাস্যরস দিতে সুকুমার রায়ের বিকল্প নেই। বাংলা সাহিত্যে সেই প্রমান তিনি রেখে গেছেন।