বাড়তি নাম: | Kakababu O Chandan Dossu |
সিরিজ: | সন্তু-কাকাবাবু সিরিজ |
প্রকাশক: | আনন্দ পাবলিশার্স |
বিষয়: | রহস্য, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, শিশু-কিশোর, গোয়েন্দা |
লেখক: | সুনীল গঙ্গোপাধ্যায় |
পৃষ্ঠাসমূহ: | 80 |
আইএসবিএন: | 8172157657 |
ভাষা: | বাংলা |
ধরণ: | পিডিএফ |
জোজো এসে কাকাবাবুকে বলল, গরমের ছুটি গুলো নষ্ট হচ্ছে। এখন কলকাতায় থাকার কোন মানে আছে? এবার আপনার ডাক পরেনি? চলেন তাহলে বার্সেলোনা যাই। সেখানে তিন দিন ধরে অন্য গ্রহের রকেট দেখা গেছে। হাতির সুরের মতো নাকের মানুষকে সেই রকেটের জানালা দিয়ে উকি মারতে দেখা গিয়েছে।
কাকাবাবুর কাছে বার্সেলোনা যাওয়ার মতো টাকা নেই। তিনি ঠিক করলেন এমন জায়গায় যাবেন যেখানে আগে কখনো যান নি। লটারি করা হলো কয়েকটা জায়গার নাম লিখে। উঠে এলো কালিকটের নাম। সেই কালিকট সেখানে ইওরোপের বনিক ভাস্কো দা গামা প্রথমে এসে জাহাজ ভিড়িয়েছিলেন।
শুরু হলো কাকাবাবুর কলিকট যাওয়ার যাত্রা।সাথে আছে সন্তু আর গোলবাজ জোজো। সন্তু আর জোজো জানে তার এমনিতেই বেড়াতে যাচ্ছে কিন্তু কাকাবাবুর উদ্দেশ্য অন্য। কিছু দিন ধরে তিনি অনেক চিঠি আর টেলিফোন পাচ্ছিলেন কলিকটে নাকি ভাস্কো দা গামার ভূত দেখা যাচ্ছে। কাকাবাবু ভূতে বিশ্বাস করেন না। কিন্তু এতোগুলো মানুষতো আর ভূল বলবেন না। কিছু একটা হয়তো ঠিকই দেখা যায়। কিন্তু সেটা কি? সেটা জানতে গিয়ে কাকাবাবু জড়িয়ে পরেন চন্দনদস্যুর সাথে।