শীর্ষেন্দুর উপন্যাসের প্লট নিয়ে নতুন করে লেখার কিছু নেই, কারণ উনি নতুন কিছু লেখেননি। সেই গঞ্জ, সেই বড়বংশের গরিব ছেলে, বিবিধ স্তরের বিবিধ চরিত্র। ডাকাত, ছিঁচকে চোর, ভূত, পুলিশ, প্রোমোটার। এ গল্পে গোলযোগ বেধেছে প্রোমোটার আর বাড়িওয়ালার মধ্যে। বিস্তর গোলযোগের শেষে ঘুমন্ত শক্তির জাগরণ দিয়ে গল্প শেষ।