বাড়তি নাম: | Gangtokey Gondogol |
সিরিজ: | ফেলুদা সিরিজ |
প্রকাশক: | আনন্দ পাবলিশার্স |
বিষয়: | রহস্য, গোয়েন্দা, শিশু-কিশোর, থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
লেখক: | সত্যজিৎ রায় |
পৃষ্ঠাসমূহ: | 115 |
আইএসবিএন: | 9788170668657 |
ভাষা: | বাংলা |
ধরণ: | পিডিএফ |
ছুটিতে সিকিমের রাজধানী গ্যাংটকে যাবার প্ল্যান করেন ফেলুদা। তো প্ল্যান মাফিক যাওয়াও হলো গ্যাংটকে। দার্জিলিংয়ের থেকে থেকে গ্যাংটকে লোকজন কম। এমনকি কেউ দুই তিন দিন থাকলে হয়ত একই চেহারার সাথে কয়েকবার দেখা হওয়ার সম্ভাবনা আছে। আর তাই শহরটা পরিচ্ছন্নও। কিন্তু সেই শহরেই বাধে গন্ডগোল। মানে গ্যাংটকে গন্ডগোল। ফেলুদা আর তোপসে যার সাথে শেয়ারে গ্যাংটকে আসে মানে শশধরবাবু তার বিজনেজ পার্টনার শেলভাঙ্কার একটা মঠে যেতে গিয়ে এক্সিডেন্টে মারা যান। আর তাই তিনি মানে শশধরবাবু পরেরদিনই বম্বে চলে যান। সেখানে ফেলুদারা লামা ডান্স দেখতে যান নিশিকান্তবাবু আর হেলমুটের সাথে। তারপর থেকেই ফেলুদার মনে হতে থাকে যে আসলে এক্সিডেন্টটা কি আসলেই হয়েছিল নাকি এটা খুন ছিল। সব কিছু গন্ডগোল মনে হতে থাকে ফেলুদার। তাই ফেলুদা তদন্তে নেমে পড়ে। আর তদন্তে বেরিয়ে আসে এক বিশাল সত্য। শেলভাঙ্কারের ছেলে বীরেন্দ্র তাকে খুজতেই শেল্ভাঙ্কার গ্যাংটকে এসেছিল আর সেজন্যে ডিটেক্টিভের পেছনে অনেক টাকাও ঢেলেছে। তারা জানিয়েছে সিকিমের কোনো মনাস্টেরিই তার ছেলে বীরেন্দ্র রয়েছে। তাহলে তার ছেলের সাথে দেখা করতে যেতেই পথিমধ্যে তিনি খুন হন কিন্তু কেন? জানতে হলে পড়তে হবে গ্যাংটকে গন্ডগোল।
সত্যজিৎ রায়ের বর্ণানায় গ্যাংটকের সৌন্দর্য ফুটে উঠেছে আর সাথে রয়েছে রোমহোর্ষক কিছু ঘটনা। একদিকে যেমন প্রকৃতির বর্ণ্না অন্যদিকে রহস্যের বুনন ছাড়ানো মিলে অনেক ভাল লেগেছে।