চাঁদের পাহাড়
1937
গ্রামের ছেলে সংকরের গ্রাম্য পরিবেশ ও বাঁধাধরা বইয়ের পড়াশোনার বাইরে ছিলো প্রবল বিশ্ব জয়ের ইচ্ছা। তেমনই এক ইচ্ছার প্রতিফলনে হীরার সন্ধানে যাত্রা শুরু হলো। সেই যাত্রায় কত বাধা বিপত্তি, পশুদের হঠাৎ করেই আক্রমণ। দুর্দান্ত রোমাঞ্চকর কিছু মুহূর্তের বর্ণনা আছে এ বইটিতে। সব কিছুর পর জিম কার্টার, আলভারেজ, আত্তিলিও গ্যাত্তি, শংকর ওরা যারাই হীরার সন্ধানে এতটা পথ পাড়ি দিয়েছে। কি হলো তাদের শেষ মুহূর্তে? জীবিত ফিরে এলো নাকি পশুদের আক্রমণে করতে হয়েছে মৃত্যুকে বরণ?