পৃথিবীর পথে
1948
রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির নিজের ছোটবেলাকার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘পৃথিবীর পথে’ । ম্যাক্সিম গোর্কির শৈশব নানা অভিজ্ঞতায় ভরপুর। ছোটবেলায় মা-বাবা হারানো এতিম গোর্কির প্রথম ১৫ বছরের এই জীবনের পথপরিক্রমা যেন একটা মহাকাব্য। মহাকাব্যময় গোর্কির জীবনটা পড়লে পাঠক জীবনকে আরো কতভাবে দেখা যায়, তার একটা ধারণা পাবেন। চিন্তায় আঘাত দেওয়ার মতো গোর্কির সব অভিজ্ঞতা-উপলব্ধি জানতে হলে পড়া উচিত বইটি।